মেজর ট্রেন্ড।
চার্টে নিম্নমুখী সুচেহার A তরঙ্গটি হলো মেজর ট্রেন্ড। এর বিপক্ষে B তরঙ্গ সুচেহা তৈরী হচ্ছে।
এখন আমরা প্রমান করবো B তরঙ্গ কিভাবে মেজর ট্রেন্ডে রূপান্তর হবে।
সুচেহা B এর অভ্যন্তরীণ a তরঙ্গ একটি উচ্চমূল্য তৈরী করেছে এবং তার b তরঙ্গ নিকটবর্তী একটা নিম্নমূল্য তৈরী করেছে যার রিট্রেস ০.৬১৮ এর একটু বেশি।
এরপর বর্তমানে যে c তরঙ্গ রানিং রয়েছে তা নিকটবর্তী উচ্চমুল্যকে অতিক্রম করেছে এবং এখনো রানিং রয়েছে।
বর্তমানে C তরঙ্গ সর্বশেষ যে অবস্থায় আছে একই লাইন মেজরট্রেন্ড এর অভ্যন্তরীণ b তরঙ্গ অর্থাৎ নিকটবর্তী উচ্চমূল্য রয়েছে।
যেহেতু আমাদের বর্তমান c তরঙ্গ এখনো চলমান তাই c তরঙ্গ কমপ্লিট হলে এই নিকটবর্তী উচ্চমূল্য অতিক্রম করবেই। ফলে আশেপাশে আর কোনো বাধা দেয়ার মতো উচ্চমূল্য থাকবে না। তখন বর্তমান B তরঙ্গটি একটি মেজর ট্রেন্ডে রূপান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে।
কারণ বর্তমানে B এর অভ্যন্তরীণ যে c তরঙ্গ রানিং রয়েছে সেটা যদি ১.০০ গুণও হয় তবুও নিকটবর্তী উচ্চমূল্য অতিক্রম করবে। কিন্তু আমরা c তরঙ্গের অভ্যন্তরীণ তরঙ্গ গণনা করে দেখেছি c তরঙ্গ a তরঙ্গের ১.৬১৮ গুন্ হবে।
আর এক্ষেত্রে মাধ্যমিক B তরঙ্গ সম্পন্ন হবে যার রিট্রেস হবে মাধ্যমিক A তরঙ্গের কাছাকাছি।
No comments :
Post a Comment