জুনশিছান বা নিট সম্পদ কি?
নিট সম্পদ/Net worth / জুনশিছান এর বিশুদ্ধ সংজ্ঞা হচ্ছে নিজস্ব সম্পদ অতএব,শেয়ারহোল্ডারদের কাছ থেকে সংগ্রহ করা পুঁজি এবং ব্যবসা করে আয় করা মোট সম্পদকে জুনশিছান বা নিট সম্পদ বলা হয়।
ফুছাই/দায়দেনা/Liability কি ?
ফুছাই হচ্ছে একটি কোম্পানির ঋণ এবং ঋণাত্মক সম্পত্তিকে বুঝায়।যেমনঃ ব্যাংক থেকে ঋণ গ্রহণ,ক্রয়কৃত পণ্যের মূল্য যাহা এখনও পরিশোধ করা হয়নি অথবা পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে ইত্যাদি কে ফুছাই/দায়দেনা/Liability বলে। ব্যাংক থেকে ঋণ নেওয়া ঋণ,বাকিতে কেনা পণ্যের মূল্য পরিশোধ করা হয়নি,ভবিষ্যতে সম্পদ হ্রাস পাবে ইত্যাদি ফুছাই এর অন্তর্ভুক্ত।
জুনরিএয়কি বা বিশুদ্ধ মুনাফা/নিট আয় কি?
জুনরিএয়কি হচ্ছে একটি কোম্পানির সমস্ত খরচ, কর, ইত্যাদি সম্পূর্ণ প্রদানের পর অবশিষ্ট মুনাফাকে বলা হয়। এটা কোম্পানির লাভজনকতা এবং কোম্পানির সুষ্ঠু ব্যবস্থাপনার অবস্থা বোঝার একটি সূচক।
মোট সম্পদ এবং নিট সম্পদের মধ্যে পার্থক্য
জুনশিছান বা নিট সম্পদ হচ্ছে নিজস্ব সম্পদ আর মোট সম্পদ হচ্ছে ফুছাই এবংজুনশিছান এর সমষ্টি।
জুনশিছান=মোট সম্পদ-ফুছাই
মোট সম্পদ=ফুছাই+জুনশিছান
বাজার মূলধন/ জিকা ছোওগাকু/Market capitalization কি ?
জিকা ছোওগাকু বা বাজার মূলধন হচ্ছে বর্তমান শেয়ার মূল্য × কোম্পানির ইস্যুকৃত সকল শেয়ার। এর অর্থ এই দাঁড়ায় গোটা কোম্পানির মূল্য।
BPS(Book-value Per Share)/ইস্তও খাবু-অতারিজুনশিসন কি ?
Book-value Per Shareএর সংক্ষিপ্ত নাম BPS বা শেয়ার প্রতি নিট সম্পদ।এটি কোম্পানির স্থিতিশীলতার জন্য একটি নির্দেশক।
গণনা পদ্ধতি
BPS=জুনশিছান➗ইস্যুকৃত শেয়ারের সংখ্যা
BPS যত উচ্চ হবে ঐ কোম্পানির স্থিতিশীলতা ততই উচ্চতর বলে বিবেচিত হবে।
খাবুকা জুনশিছান বাইরিৎসু /(Price Book-value Ratio)PBRকি ?
খাবুকা জুনশিছান বাইরিৎসু হচ্ছে Price Book-value Ratio বা এর সংক্ষিপ্ত নাম PBR হিসাবে অভিহিত করা হয়।এটি একটি কোম্পানির স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সূচক।শেয়ার প্রতি নেট সম্পদের তুলনায় শেয়ার বাজারে বিনিয়োগকারীরা কতগুণ শেয়ার কিনেছে তাহা বোঝার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত একটি সূচক।এই সূচকের ক্ষেত্রে কোম্পানির নিজস্ব সম্পদ পরিমান শেয়ার বাদ দিয়ে বাকি যে শেয়ার গুলো বিনিয়োগকারীদের সেই শেয়ার গুলোকে বুঝানো হয়েছে ।
খাবুকা শুওইকি-রিৎসু/(Price Earnings Ratio)PER কি?
কোম্পানির মুনাফা এবং শেয়ার মূল্যের মধ্যে সম্পর্ক তুলনা করে বর্তমানে একটি শেয়ার মূল্য তুলনামূলক সস্তা বা তুলনামূলক চড়া কিনা তাহা বোঝার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত একটি সূচক।
এই সূচক ব্যবহার করে একটি কোম্পানির বর্তমান শেয়ার মূল্যের সাথে লাভজনকতা তুলনা করে শেয়ার বিনিয়োগ মান বিচার করা সম্ভব।সাধারনতঃPER যত কমবে ততই কোম্পানির মুনাফা অর্জনের বিপরীতে শেয়ার মূল্য তুলনামূলক সস্তা বলে বিবেচিত হবে। অপর দিকে,PER যত বাড়বে কোম্পানির মুনাফা অর্জনের বিপরীতে শেয়ার মূল্য ততই তুলনামূলক চড়া বলে বিবেচিত হবে।
গণনা সূত্র নিম্নরূপ হিসাব করা হয়
PER(খাবুকা শুওইকি-রিৎসু)=জিকা সোগাকু➗জুনরিএয়কি
PER বের করার গাণিতিক নিয়ম হচ্ছে জিকা সোগাকু ➗ জুনরিএয়কি= PER। একটি শেয়ারের পরিপ্রেক্ষিতে,শেয়ার প্রতি নেট লাভের কতগুণ বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করেছে এর দ্বারা এটাই বুঝানো হয়েছে।
উপরের চিত্র অনুযায়ী,যদি PER ১০গুণ হয়,তবে বলা হয় যে এটি মোট লাভের ১০ গুণ পর্যন্ত বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করেছেন।
তবে বুঝতে হবে ওই কোম্পানির শেয়ার কিনে লভ্যাংশ প্রাপ্তির মাধ্যমে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসতে ১০ বছর সময় লাগবে। এ এক্ষেত্রে কোম্পানির আয় অপরিবর্তনীয় থাকতে হবে। সাধারণত PER ৩০ থেকে ৪০ এর মধ্যে থাকা পর্যন্ত কোম্পানিতে বিনিয়োগ করা নিরাপদ ধরা হয়। কিন্তু এর চেয়ে বেশি হলে বিনিয়োগে ভাবতে হবে। কারণ PER যত বেশি হবে ঝুঁকিও তত বেশি হবে। তবে যদি কোম্পানির আয় সামনে বাড়ার সম্ভাবনা থাকে তবে বিনিয়োগ করা যেতে পারে। কারণ সেক্ষেত্রে আয় বাড়ার পর PER কমে যাবে। তাছাড়া PER কম হলেও যদি সামনে কোনো কোম্পানির আয় কমে যাওয়ার কারণ থাকে তবে ওই কোম্পানিতেও বিনিয়োগ করা উচিত হবে না।
No comments :
Post a Comment