গ্র্যান্ডভিল বিক্রয় সিগন্যাল বিস্তারিত

①গুরুত্বপূর্ণ ক্রয় সিগন্যাল 


দীর্ঘমেয়াদী সময়কাল ধরে নিম্নমুখী দরপতন অব্যাহত থাকার পর ২০০শত দিনের ইডো হেইকিন ছেন ইয়কবাই-ছোবা অথবা সামান্য ঊর্ধ্বগামী হলে,রওসকু-আসি(শেয়ার মূল্য)নিচ থেকে উপরের দিকে ইডো হেইকিন ছেনকে অতিক্রম করলে গুরুত্বপূর্ণ ক্রয় সিগন্যাল।
পয়েন্ট 
  1. ইডো হেইকিন ছেন এর উল্লেখযোগ্যভাবে পতনশীল অবস্থা নিশ্চিত করন।
  2. তারপর,ইয়কবাই-ছোবা এমনকি সামান্য ঊর্ধ্বগামী অবস্থা নিশ্চিত করন।
  3. রওসকু-আসি নিচ থেকে উপরের দিকে ইডো হেইকিন ছেনকে অতিক্রম করলে ক্রয় সিগন্যাল।
  4. আরও,নিশ্চিতকরণ হিসাবে দেকিডাকা বৃদ্ধি নিশ্চিত করন।

②অসীমে কাই পয়েন্ট

উদীয়মান রওসকু-আসি(শেয়ার মূল্য)২০০শত দিনের ইডো হেইকিন ছেনকে অতিক্রম করার পর দর পতন ঘটে ২০০শত দিনের ইডো হেইকিন ছেনকে পুনরায়  উপর থেকে নিচের দিকে অতিক্রম করলে অসীমে কাই প্যাটার্ন।
পয়েন্ট 
  1. ইডো হেইকিন ছেন এর উদীয়মান অবস্থা নিশ্চিত করন।
  2. রওসকু-আসি ইডো হেইকিন ছেনকে উপর থেকে নিচের দিকে অতিক্রম অবস্থা নিশ্চিত করন।
  3. তারপর,তুলনামূলকভাবে রওসকু-আসি অতি শীঘ্রই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রকাশ অতঃপর পুনরায় রওসকু-আসি নিচ থেকে উপরের দিকে অতিক্রম করবে উদ্যোগ নিচ্ছে এই অবস্থা হচ্ছে ক্রয় সিগন্যাল।
  4. সাধারণত, ক্রমবর্ধমান ঊর্ধ্বগামী বাজারের বিশ্রামের সময় আবির্ভাব 
  5. উদীয়মান বাজারচলাকালীন সময়ে প্রায়শঃ ২ থেকে ৫ বারআবির্ভাব 
২০০শত ও৭৫দিনের ইডোহেইকিন ছেন ঊর্ধ্বগামী, শেয়ার মূল্য উভয় লাইনকে(২০০দিনও৭৫দিনের ইডো হেইকিনছেন)উপর থেকে নিচের দিকে অতিক্রম করার পর তৎক্ষণাৎ শেয়ার উল্টো দিকে মোড় নিয়ে আবার নিচ থেকে উপরের দিকে ইডো হেইকিনছেনকে অতিক্রম করা অবস্থা।

③কাই নছে পয়েন্ট

রওসকু-আসি(শেয়ার মূল্য)২০০শত দিনের ইডো হেইকিন ছেনের উপরে অবস্থান করিলে,ইতিমধ্যে উচ্চ মূল্য বিরাজ করছে এই অবস্থায় পতন ঘটে ২০০শত দিনের ইডো হেইকিন ছেনকে অতিক্রম না করে তার আগেই পুনরায় দর উত্থান হলে অসীমে কাই প্যাটার্ন।
পয়েন্ট 
  1. ইডো হেইকিন ছেন এর উদীয়মান অবস্থা নিশ্চিত করন।
  2. রওসকু-আসি ইডো হেইকিন ছেন এর উপরে অবস্থান করা সত্ত্বেও রওসকু-আসির নিম্নগামী প্রবণতা নিশ্চিত করন।
  3. ইতিমধ্যে যথেষ্ট শেয়ার মূল্য বেড়েছে বিধায় আত্মবিশ্বাস সম্পন্ন ক্রয় সিগন্যাল থেকে বিরত থাকা।
  4. বিপরীতভাবে,এখন পর্যন্ত যথেষ্ট দর বৃদ্ধি পাইনি ঐ অবস্থায় আগ্রাসী ক্রয় সিগন্যাল হিসেবে ধরে নেয়া যায়।
এই চার্টটি একটি শক্তিশালী বাজারের চার্ট। ২০০শত দিনের ইডো হেইকিনছেকে সাপোর্টলাইনে হিসাবে ধরে নিয়েছি, পরবর্তীকালে পূর্বের উচ্চ মূল্য অতিক্রম করে বৃদ্ধি অব্যাহত রয়েছে।
চার্টেরচিত্রটি কাই নছে পয়েন্ট।
④স্বল্পমেয়াদী ক্রয় পয়েন্ট 
নিম্নমুখী দরপতন অবস্থায় রওসকু-আসি(শেয়ার মূল্য)উপর থেকে নিচের দিকে ২০০শত দিনের ইডো হেইকিন ছেনকে অতিক্রম করা অবস্থায় ,আরও শেয়ারের  বিক্রি হয়ে ক্রমবর্ধমান দর পতন হলে,অতঃপর উত্থান প্রত্যাশার স্বল্পমেয়াদী এর ক্রয় প্যাটার্ন।
পয়েন্ট 
  1. ইডো হেইকিন ছেন এর পতনশীল অবস্থা নিশ্চিত করন।
  2. শেয়ার মূল্যের আকস্মিক নিম্নমুখী দর পতন শুরু অতঃপর ইডো হেইকিন থেকে বড় আকারের ব্যাবধানে রওসকু-আসি দূরে চলে গেছে নিশ্চিত করন।(ওহাব মাইনাস-খাইরি )।
  3. সাধারণতঃ ±মাইনাস-খাইরি ২০% অবস্থা থেকে শেয়ার উল্টো দিকে মোড় নেয় এবং ঐ পয়েন্টেই হচ্ছে ক্রয় সিগন্যাল।
  4. মূলত এটি "মদরী উড়ি "পতনশীল ইডো হেইকিন ছেনের দিকে রওসকু-আসি অগ্রসর হবে বলে সাথে সাথে মুনাফা অর্জন প্রয়োজনীয়।
রওসকু-আসি ২০০শত দিন৭৫দিনের ইডোহেইকিনছেন থেকে অনেক দূরে সরে যাওয়া পর অচিরেই রওসকু-আসি ৭৫দিনের দিনের ইডো হেইকিনছেন এর কাছাকাছি ফিরে এসেছে।২০০শত দিন৭৫দিনের ইডোহেইকিনছেন বূহ্যভেদ করার পর পরেই মুনাফা অর্জনের সময় এটাই স্বাভাবিক।এর পরে,২০০শত দিনও৭৫দিনের  ইডোহেইকিনছেনের গোল্ডেন ক্রস সম্ভাবনা দেখা দিচ্ছে ।

No comments :

Post a Comment