বর্তমান তরঙ্গটিকে যদি আমরা ৩য় তরঙ্গ রানিং ধরি তাহলে ৩য় তরঙ্গের শেষবন্ধু কোথায় হতে পারে সেটা বের করার চেষ্টা করবো।
আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় ১ম তরঙ্গের শেষ বিন্দু যেখানে হয়েছে সেখানে ২/৩ টি উচ্চমূল্য আছে তাই এই জংশন পয়েন্টে তৃতীয় তরঙ্গ প্রথম বাধা পেতে পারে।
যদি প্রথম বাধা অতিক্রম করে তাহলে প্রথম তরঙ্গের ১.৩৮২ তে ২য় বাধা পেতে পারে। কারণ ১.৩৮২ তে নিকটবর্তী উচ্চমূল্য রয়েছে।
যদি ২য় বাধাও অতিক্রম করে তাহলে ১ম তরঙ্গের ১.৬১৮ গুন্ পর্যন্ত যেতে পারে।
তাই টেকপ্রফিটের জন্য তিনটি পয়েন্টের দিকেই লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটি পয়েন্টার নিকটবর্তী ক্যান্ডেলের আকারের দিকে লক্ষ্য রাখতে হবে।
No comments :
Post a Comment