চার্ট অনুশীলন, আশরাফুল 9/6/2018


Chart USDJPY, D1, 2018.06.09 04:25 UTC, Alpari International Limited, MetaTrader 5, Demo



Chart USDJPY, D1, 2018.06.09 04:23 UTC, Alpari International Limited, MetaTrader 5, Demo

মুদ্রা বাজার দেখার ধাপের উপর নির্ভর করে একটি ট্রেন্ড কখনও কখনও ঊর্ধ্বমুখী ট্রেন্ডের মত আবার কখনও কখনও নিম্নমুখী ট্রেন্ডের মত দেখায়।

মুদ্রা বাজার দর ঢেউয়ের মতো ধাবন এবং প্রত্যাবর্তন পুনরাবৃত্তি করে একটি ট্রেন্ডের দিকে ধাবিত হয়।এলিয়ট তরঙ্গ,পাঁচটি উদীয়মান (সুইসিন-হা) তরঙ্গের মাধ্যমে একটি ট্রেন্ডের দিকে অগ্রসর হয় এবং তিনটি প্রত্যাবর্তন(শুছে-হা)তরঙ্গের মাধ্যমে সামঞ্জস্যপূর্ণতা রক্ষা করে মোট আটটি তরঙ্গের মাধ্যমে এক চক্র সম্পন্ন করে।


বর্তমানে ১ দিনের চার্ট অনুযায়ী সুইসিন-হা ১-২-৩-৪-৫ সম্পন্ন হওয়ার পর সুচেহা A ও B হওয়ার পর C চলমান অবস্থাটা আছে।  সুতরাং  ১ দিনের চার্ট অনুযায়ী বাজার এখন নিম্নমুখী হবে যতক্ষণ পর্যন্ত C তরঙ্গ কমপ্লিট না হয়। 





..................................................................................................................................................................





Chart USDJPY, H4, 2018.06.09 06:12 UTC, Alpari International Limited, MetaTrader 5, Demo

চার ঘন্টা চার্ট  অনুযায়ী আমরা যা ভেবেছিলাম এবং বর্তমান অবস্থা :


চার ঘন্টা চার্ট অনুযায়ী আমরা ভেবেছিলাম সুইসিনহা ১-২-৩-৪ সম্পন্ন হওয়ার পর পঞ্চম তরঙ্গে এক্সটেনশন ঘটবে যা আমাদের ভুল ছিল। 

কারণ চার ঘন্টা চার্ট এ সুইসিনহা তৃতীয় তরঙ্গের দৈর্ঘ প্রথম তরঙ্গের ১.৬১৮ গুন্ এর চেয়েও বড় হয়েছে। অর্থাৎ তৃতীয় তরঙ্গটি এক্সটেনশন ইতিমধ্যে  হয়েগেছে। তাই পঞ্চম তরঙ্গের দৈর্ঘ প্রথম তরঙ্গের দৈর্ঘের ১.০০ গুন্ হবে। কিন্তু আমরা এ হিসাব না করে পঞ্চম তরঙ্গে এক্সটেনশন হবে ভেবে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। 

সুতরাং সুইসিনহা (তৃতীয় তরঙ্গ এক্সটেনশন টাইপ স্বগেকিহা ) সম্পন্ন হওয়ার পর সুচেহা A ও B সম্পন্ন হয়ে এখন C তরঙ্গ চলতেছে। 


...............................................................................................



সুতরাং বাজারের বর্তমান অবস্থা বোঝার জন্য একধাপ উপরের চার্ট দেখতে হবে। অর্থাৎ এক ঘন্টার চার্ট এর প্রকৃত অবস্থা বোঝার জন্য চার ঘন্টা চার্ট এ যেতে হবে। আবার চার ঘন্টার চার্ট এর প্রকৃত অবস্থান জানতে এক ঘন্টার চার্টে জ্যেতে হবে। 

No comments :

Post a Comment