এলিয়ট তরঙ্গ শুছে-হা ওয়েভ প্যাটার্ন
শুছে-হা শিখতে হলে এর শুরুতেই জিগজাগুএর উপর দক্ষতা অর্জন করা আবশ্যক।
শুছে-হা (abc)এর মধ্যে সবচেয়ে বেশি আবির্ভুত হয় যেটি সেটি হলো "জিগজাগু শুছে-হা",আর আমরা এখন সেটা নিয়েই আলোচনা করবো।শুছে-হা(abc) এর সম্প্রসারণ বা এক্সটেশন বুঝা কঠিন বিধায় অনেক ট্রেডারগণ হাল ছেড়ে দেন কিন্তু এই "জিগজাগু শুছে-হা" এর মধ্যেই লুকিয়ে আছে অনেক সম্ভবনা।কেননা "জিগজাগু শুছে-হা" প্রাথমিক পর্যায়েই এটি যে জিগজাগু শুছে-হা তাহা চিহ্নিত করা সহজ উপরন্তু, ঝুঁকি ছোট এবং সাফল্য বড় হয়।পেশাগত ট্রেডারদের প্রবাদ বাক্যটি কখনো শুনেছেন কিনা?সেটা হলো "বাজার প্রবাহ বুঝতে হলে তৃতীয় তরঙ্গ এবং c তরঙ্গ টার্গেট কর", আর আপনার যদি অভীষ্ট লক্ষ্য"জিগজাগু শুছে-হা" c তরঙ্গে করে থাকেন তবে কার্যকরী ভাবে আয় বৃদ্ধি সম্ভব।উপরন্তু,এই"জিগজাগু শুছে-হা"চার্টের এখানে সেখানে আবির্ভাব হয়।
"জিগজাগু শুছে-হা"কাহাকে বলে ?
তিনটি তরঙ্গের সমন্বয়ে গঠিত "জিগজাগু শুছে-হা
এলিয়ট তরঙ্গ,পাঁচটি সুইসিন-হা এবং তিনটি শুছে-হা তরঙ্গের মাধ্যমে উত্থান-পতন সামঞ্জস্যতা রক্ষা করে মোট আটটি তরঙ্গের মাধ্যমে এক চক্র সম্পন্ন করে।তারপর ৫টি তরঙ্গ+৩টি তরঙ্গ=১চক্র পুনরাবৃত্তি অব্যাহত রেখে একটি ট্রেন্ডের গন্তব্যের দিকে অগ্রসর হবে।এখানে"জিগজাগু শুছে-হা" হচ্ছে সুইসিন-হা(1.2.3.4.5) এর গতি সামঞ্জস্য সাধনকারী তিনটি শুছে-হা(a.b.c)কে বুঝানো হয়েছে। শুছে-হা মেজর ট্রেন্ডের(সুইসিন-হা যেই দিকে আবির্ভাব হয়।) বিপরীত দিকে প্রবাহিত তরঙ্গ হওয়ায় এই তরঙ্গগুলি অতি সহজে অগ্রসর হতে পারে না বিধায় সমতল ভাবে(ইয়কোবাই)প্রসারিত হয়।কিন্তু,এই "জিগজাগু শুছে-হা"মেজর ট্রেন্ডকে উপেক্ষা করে আচমকা খাড়া ঢাল বিশিষ্ট রিট্রেস এর প্রসার ঘটায় এমন একটি শুছে-হা"।
সুইসিন-হা1.2.3.4.5 সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়।জিগজাগু হচ্ছে শুছে-হা তাই অ্যালফাবেট abc দ্বারা প্রকাশ করা হয়।
জিগজাগু শুছে-হা" এর অভ্যন্তরীণ তরঙ্গ 5-3-5
জিগজাগু এর মৌলিক গঠন
aতরঙ্গ এবং cতরঙ্গ হচ্ছে স্বগেকিহা
ইতিমধ্যে উল্লেখ করেছি যে aতরঙ্গ এবং cতরঙ্গ হচ্ছে স্বগেকিহা। আবার aতরঙ্গ লিডিং ডায়াগনাল ট্রায়াঙ্গল cতরঙ্গ এন্ডিং ডায়াগনাল ট্রায়াঙ্গল এ প্রসার ঘটে তবে খুবই বিরল।যাইহোক,এই স্বগেকিহা তিন ধরণের রয়েছে, প্রতিটিতে আবার কোন ধরণের স্বগেকিহা আবির্ভুত হবে বুঝা খুবই কঠিন।
cতরঙ্গ হচ্ছে aতরঙ্গের 1.00গুণ এটাই আদর্শ
bতরঙ্গ ট্রায়াঙ্গল হতে পারে
"ফরেক্স চার্টে ট্রায়াঙ্গল আবির্ভুত হলে সেটি স্বগেকিহা এর চতুর্থ তরঙ্গে(প্রত্যাবর্তন বা শুছে-হা) অথবা এই জিগজাগু এর bতরঙ্গে আছে বলে শুরুতেই সন্দেহ করতে হবে।"
bতরঙ্গের রিট্রেস
জিগজাগু এর bতরঙ্গের রিট্রেস-আয়তন,এই bতরঙ্গের তরঙ্গ-প্যাটার্ন এবং বলিষ্ঠতার উপর নির্ভর করে রিট্রেস-আয়তন পরিবর্তিত হয়।যাইহোক এক্ষেত্রে ,aতরঙ্গের প্রারম্ভিক বিন্দু অতিক্রম করবেনা।0.800 এর বেশি রিট্রেস-আয়তন অতিক্রম করলে ফ্ল্যাটে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি হবে।এই জাগয়াটিতে মাঝে মাঝে সুযোগের অপেক্ষায় থাকতে হবে।bতরঙ্গ নিজেই জিগজাগু হলে সে ক্ষেত্রে 0.618 রিট্রেস পরিধি (0.500~0.790) থেকে দ্বিতীয়তম স্বগেকিহা বেশির ভাগ এখন থেকেই শুরু হয়। কিন্তু শুছে-ট্রেন্ডের বলিষ্ঠতা যদি শক্তিশালী হয় সে ক্ষেত্রে 0.382অগভীর রিট্রেস এর মাধ্যমে শেষ হতে পারে।
জিগজাগু চ্যানেল লাইন ধরে অগ্রসর হয়
cতরঙ্গ aতরঙ্গের 1.00গুণ এবং 0-2চ্যানেল এই দুইটি একে ওপরের উপরে উপরে জড়িয়ে পড়লে সেখানেই জিগজাগু এর শক্তিশালী শেষ বিন্দু পয়েন্ট হয়ে ওঠে।
জিগজাগু এবং স্বগেকিহা এর জাংশন
মাধ্যমিক তরঙ্গ অর্ধেক রাস্তা পর্যন্ত একই তরঙ্গ গঠন বিরাজ করে।
ইতোমধ্যেই জেনেছি যে জিগজাগু এর তরঙ্গ গঠন হল 5-3-5। প্রকৃতপক্ষে, এই জিগজাগু এর গঠন এবং তার চলার পথের অর্ধেক রাস্তা পর্যন্ত অনুরূপ গঠন বিরাজ করে,এইরকম আরেকটি ফরমেশন আছে।সেটি হলো এলিয়ট তরঙ্গের তিনটি সুইসিন-হা মধ্যে একটি যেটি "স্বগেকিহা"(ইম্পালস)।স্বগেকিহা এর তরঙ্গ সম্প্রসারণ 5-3-5-3-5 এবং তার মাধ্যমিক তরঙ্গ 1.3.5 তরঙ্গগুলি নিজেরাই স্বগেকিহা এর মাধ্যমে প্রসার ঘটে।অন্য কথায়,জিগজাগু এবং স্বগেকিহা তার চলার পথের অর্ধেক রাস্তা পর্যন্ত একই তরঙ্গ প্রসার ঘটায়।উপরের চিত্রটি জিগজাগু এবং স্বগেকিহা এর একটি চক্র ইমেজ।স্বগেকিহা এবং জিগজাগু উভয়েরই ৩নং তরঙ্গ পর্যন্ত একই ফরমেশন বিরাজ করছে কিন্তু পরবর্তীতে কোন ফরমেশনটি হবে সেটি বিচার করা খুবই কঠিন।উপরের চিত্রটি ঊর্ধ্বগামী বুল বাজারের একটি চিত্র।
1.618গুন একটি গাইডলাইন হিসাবে ধরে নিতে পারি।
জিগজাগু ফরেক্স চার্টের সর্বত্র আবির্ভুত হয়।
একটি তরঙ্গ চক্রের কোথায় জিগজাগু আবির্ভুত হয়?
এইবার আমরা খুঁজে বের করবো জিগজাগু-শুছে-হা যেখানে আবির্ভুত সেই পয়েন্ট গুলি।ফরেক্স চার্ট একটি ফ্র্যাক্টাল গঠন দ্বারা গঠিত বিধায় প্রতিটি তরঙ্গে ধাপ বিদ্যমান। আর এই তরঙ্গ ধাপ যত নিচের দিকে যাবে ততই অনেক জিগজাগু-শুছে-হা খুঁজে পাবো।বিশেষ করে যে পয়েন্ট গুলিতে জিগজাগু-শুছে-হা আবির্ভুত সম্ভাবনা লক্ষ্য করা যায় ।
- স্বগেকিহার দ্বিতীয় এবং চতুর্থ তরঙ্গে
- ফ্ল্যাট-শুছে-হা(3-3-5)আবার a তরঙ্গ b তরঙ্গ ইত্যাদি
- ট্রায়াঙ্গল(3-3-3-3-3)এর A~E সবগুলোতেই
- ফুকুগো শুছে-হা WXYZএর সবগুলোতেই
উপরোল্লেখিত পয়েন্ট গুলো ছাড়াও চার্টের এখানে সেখানে,যেমন ন্ডিং ডায়াগনাল ট্রায়াঙ্গলের (EDT) অভ্যন্তরীণ তরঙ্গে আবির্ভুত হয়।
স্বগেকিহার দ্বিতীয় তরঙ্গ প্রায়ই জিগজাগু হয়ে থাকে এবং বেশির ভাগ ক্ষেত্রে রিট্রেস খাড়া হয়।
No comments :
Post a Comment